পঞ্চায়েত ভোটের(Panchayat election) আগে বিপুল জনসংযোগ এর লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামল তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে বড় ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। জানালেন, আগামী ১১ই জানুয়ারি থেকে ‘দিদির সুরক্ষা কবচ'(Didir Suraksha Kavach) প্রকল্পের অন্তর্গত তৃণমূলের সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবক রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে যাবেন। কথা বলবেন মানুষের সঙ্গে। জানাবেন সরকারি প্রকল্পের খুঁটিনাটি। এর জন্য ‘দিদির দূত’ নামক একটি অ্যাপও চালু করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ঘোষণা করা ‘দিদির সুরক্ষা কবজ’ প্রকল্পের মাধ্যমে তৃণমূলের সাড়ে ৩ লক্ষ স্বেচ্ছাসেবক ‘দিদির দূত’ হয়ে রাজ্যের ১০ কোটি মানুষের বাড়িতে পৌঁছবেন। মানুষকে জানাবেন মমতা সরকারের ১৫টি ‘ফ্ল্যাগশিপ’ প্রকল্পের খুঁটিনাটি। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ‘জয় বাংলা’, ‘ঐক্যশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’, ‘যুবশ্রী’, ‘নিজ গৃহ নিজ ভূমি’, ‘খাদ্যসাথী’, ‘কন্যাশ্রী’ সহ আরো একাধিক প্রকল্প। কোনও প্রকল্প পেতে অসুবিধা হচ্ছে কি না, তা-ও জানতে চাইবেন দিদির দূতেরা। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনও পরামর্শ থাকলেও তা নথিভুক্ত করে নেবেন দিদির দূতেরা। তার পর অ্যাপের মাধ্যমে তা চলে আসবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।
Today, our Hon'ble Chairperson Smt @MamataOfficial launched #DidirSurakshaKawach.
A unique initiative for the people of Bengal which protects them through all stages of life.
TMC workers will carry out an extensive state-wide outreach to take this Kawach to all families.(1/3)
— Abhishek Banerjee (@abhishekaitc) January 2, 2023
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই সাড়ে তিন লক্ষ কর্মী মাঠে নামার আগে ৩০০ জন রাজ্যস্তরের তৃণমূল নেতা ১০ দিন করে গ্রামে রাত্রিযাপন করবেন। চলবে জনসংযোগের পর্ব। রাত্রিবাস শেষে সেই বাড়িতেই পৌঁছবে দিদির দূতেরা। কথা বলবেন রাজ্য সরকারি প্রকল্প পাচ্ছেন কি না, তা নিয়ে। রাজনৈতিক মহলের দাবি, মানুষের কাছে পৌঁছতে হলে মানুষের সুখ-দুঃখ জানতে হবে। তার জন্য এই প্রকল্প নিঃসন্দেহে ব্যাপকভাবে কার্যকরী হয়ে উঠবে তৃণমূলের জন্য। এখনো পঞ্চায়েত ভোটের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তার আগে তৃণমূলের এই প্রকল্পের মাধ্যমে মানুষের সুবিধা অসুবিধা বাড়ি বাড়ি গিয়ে জানবেন তৃণমূল কর্মীরা। সরকারি প্রকল্প পেতে কি কি করতে হবে মানুষকে তা বিশদে জানবে জানাবেন তারা। পঞ্চায়েত নির্বাচনের আগে দিদির সুরক্ষা কবচ যে তৃণমূলের মাস্টার্স স্টোক তা বলার অপেক্ষা রাখে না।