বছরের প্রথম দিনেই মর্মান্তিক দুর্ঘটনা নিউটাউনে। বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার। রবিবার বিকেলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের বাইরে এই দুর্ঘটনা ঘটে। অভিযোগ, এদিন বিকেলে ক্যাম্পাসের গেট থেকে বেরতেই একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Alia University) ভূগোলের স্নাতক স্তরের পড়ুয়া শাকিল আহমেদকে।

আলিয়া ইউনিভার্সিটির ছাত্র শাকিল আহমেদ। তিনি মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা। নিউটাউনের আলিয়া ইউনিভার্সিটিতে ভূগোল নিয়ে পড়তেন তিনি। এদিন বিকেলে ক্যাম্পাসের গেট থেকে বেরতেই একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে শাকিল আহমেদকে। তাঁকে ধাক্কা মেরেই সেখান থেকে চম্পট দেয় ঘাতক গাড়িটি। এরপর প্রায় মিনিট ১৫ পর শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃ*ত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অবিলম্বে অভিযুক্ত চালককে গ্রেফতারির দাবিতে নিউটাউনের তেমাথার মোড়ে বিক্ষোভ দেখান তারা।ইতিমধ্যেই টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় ‘Hit and Run’ মামলা রুজু করে তদন্তে নেমেছে টেকনোসিটি থানার পুলিশ। ঘাতক গাড়ির খোঁজে এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- স্বাধীনতার পরে প্রথম আলো জ্বলল গ্রামে: উৎসবের মেজাজে হলদিয়া






































































































































