দেখা করতে পারছেন না লিও, নিজের শহরের বাসিন্দাদের কাছে ক্ষমা চাইলেন মেসি

0
4

নিজের শহরের বাসিন্দাদের কাছে ক্ষমা চাইলেন লিওনেল মেসি। গত ১৮ ডিসেম্বর ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। এরপর থেকেই উৎসবের আমেজে গোটা আর্জেন্তাইন শিবির। এই মুহূর্তে নিজের শহর রোসারিয়োতে রয়েছেন মেসি। তাঁকে দেখতে বাড়ির বাইরে ভিড় করছেন হাজারও সমর্থক। তাঁদের সঙ্গে দেখা করতে না পারায় ক্ষমা চাইলেন মেসি।

এদিন সংবাদমাধ্যমে মেসি বলেন,”রোসারিয়োর প্রত্যেক বাসিন্দাকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বকাপের আগে ও বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর থেকে যেভাবে আপনারা ভালবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। সবার সঙ্গে দেখা করতে পারিনি। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বাইরে যাওয়া হচ্ছে না। তাই ক্ষমা করবেন।”

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর থেকে রোসারিয়োয় নিজের বাড়িতেই রয়েছেন মেসি। জানা যাচ্ছে বাড়িতেই থাকছেন তিনি। বিশ্বকাপ জয়ের পর এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও এখনও প্রতিদিনই ফুটবলপ্রেমীরা ভিড় করছেন তাঁর বাড়ির সামনে।