অসুস্থতার জন্য গত সোমবার দিল্লির এইমস(AIIMS) হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman)। ৩ দিন হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে বৃহস্পতিবার ছাড়া পেলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পাকস্থলীতে সংক্রমণের চিকিৎসায় হাসপাতালে ভরতি হতে হয়েছেন ৬৩ বছর বয়সী নির্মলা। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

উল্লেখ্য, শনিবার চেন্নাইয়ে ডক্টর এমজিআর মেডিক্যাল ইউনিভার্সিটির ৩৫ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নির্মলা। গত রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধাও জানান তিনি। তার পর সোমবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বেলা ১২টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। নির্মলা শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত আশঙ্কার কিছু নেই। তিনি এখন স্থিতিশীল। তাঁর চিকিৎসা চলছে।












































































































































