বুধবার আইএসএল-এর ম্যাচে দুরন্ত জয় পেয়েছে এটিকে মোহনবাগান। এফসি গোয়াকে তারা ২-১ গোলে। দলে এত চোট-আঘাত সমস্যা থাকা সত্ত্বেও এফসি গোয়ার মতো দলের বিরুদ্ধে এই দুরন্ত জয়ে খুশি এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। তাঁর মতে, ফুটবলারদের পারফরম্যান্সের চেয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ও মানসিকতাটাই বেশি গুরুত্বপূর্ণ।

এই জয়ের পর ফেরান্দো বলেন,” এই দুঃসময়ে ঠিকমতো প্রস্তুতি নেওয়াই কঠিন। অনেক চোট-আঘাত রয়েছে আমাদের। এই মাসের ২৬টা দিন খুব কঠিন কেটেছে আমাদের। এই কয়েকদিনে একাধিক গুরুতর চোট লেগেছে আমাদের খেলোয়াড়দের। দিমিত্রিয়স পেত্রোতাস কথাই ধরুন। গত দু’সপ্তাহ ধরে ওর চোট রয়েছে। কিন্তু তবু ও খেলে যাচ্ছে, অনুশীলন করে যাচ্ছে। সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। খেলোয়াড়দের এই চেষ্টাটা তাদের পারফরম্যান্সের চেয়েও গুরুত্বপূর্ণ। কঠিন সময়ে হারের পরেও জয়ে ফিরে আসার মানসিকতা নিয়ে মাঠে নামতে পারার যে ক্ষমতা, তা এক কথায় অসাধারণ। পারফরম্যান্সে ভুলভ্রান্তি নিয়ে এখন না ভেবে ইতিবাচক ভাবনা ভাবাই এখন ভাল।”

এফসি গোয়ার বিরুদ্ধেও অনেক সুযোগ তৈরি হয়। তবে তা গোল দরজা খুলতে পারেনি। মুম্বই ম্যাচের আগে এই সমস্যা নিয়ে কী পরিকল্পনা? এই নিয়ে জুয়ান বলেন,” এটা ঠিকই যে, মুম্বইয়ের বিরুদ্ধে লড়াইটা অন্য রকমের হবে। সে জন্য আমাদের অন্য রকমের পরিকল্পনা তৈরি করতে হবে। তবে সবার আগে আমাদের চোট-আঘাত সমস্যা মেটাতে হবে। গত তিন সপ্তাহে আমরা অনুশীলনে মেডিক্যাল স্টাফদেরও নামাতে বাধ্য হয়েছি। খেলোয়াড়দের এখন ভাল মতো বিশ্রাম দরকার। তাদের চিকিৎসা দরকার। যাতে মাঠে ফিরে তারা ভাল পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারে।”
গত ম্যাচে নর্থইস্টের কাছে হারার পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানো। নিজেদের কী ভাবে উজ্জীবিত করে তোলেন আপনারা? এই নিয়ে ম্যাচের সেরা পেত্রোতাস বলেন,” যখনই আমরা এভাবে হারি। তখন নিজেদের ভুল শোধরানোর কথা ভাবি। গোয়ার বিরুদ্ধে দলের প্রতিটি সদস্য ভাল খেলেছে। এমনকী যারা চোট সারিয়ে দলে ফিরেছে, তারাও যথেষ্ট ‘ফোকাসড’ ছিল।”
ম্যাচের সেরা হয়েছেন, এই পুরস্কার কাকে উৎসর্গ করতে চান? এই পেত্রোতাস বলেন,”অবশ্যই দলকে। গত ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোটা কঠিন ছিল। গত সপ্তাহের হারটা মোটেই ভাল ছিল না। তাই এই পুরস্কার আমি দলকে উৎসর্গ করতে চাই। এটা দলগত খেলা আর দল হিসেবে আমাদের এক থাকতে হবে।”
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ












































































































































