আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবি। জলে ডুবে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০০ জন রোহিঙ্গা শরণার্থীরা। নিখোঁজ বহু। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, প্রায় কয়েক সপ্তাহ ধরেই নিখোঁজ ছিল নৌকাটি। রাষ্ট্রসংঘের তরফে এই ধরনের কোনও দুর্ঘটনার আশঙ্কাই করা হচ্ছিল। এবং শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্য হল। এ নিয়ে যথারীতি উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ।

জানা গিয়েছে, বাংলাদেশের কক্সবাজার থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য নৌকাটি রওনা হয়েছিল। ২ ডিসেম্বর পাড়ি দিয়েছিল নৌকাটি। কিন্তু ৮ ডিসেম্বরের পর থেকে সেই নৌকার যাত্রীদের সঙ্গে আর কোনও ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে।
কার্যত বেআইনি ভাবেই মালয়েশিয়া যাচ্ছিল নৌকাটি। নৌকাটির যা ভারবহনক্ষমতা তার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল। শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি গিয়ে নৌকাটি ডুবে যায়। শ্রীলঙ্কা উপকূলের মৎস্যজীবীরা নৌকাডুবির কথা জানতে পেরে উপকূলরক্ষীদের খবর দেন। তাঁরা গিয়ে উদ্ধারকাজ চালান। ততক্ষণে অবশ্য সমুদ্রে প্রায় ২০০ জন শরণার্থীর ডুবে মৃত্যু হয়। নৌকার আর কোনও যাত্রীই বেঁচে নেই বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
তবে এই প্রথম নয়। এর আগে গত সপ্তাহেও ভারতের উপকূলে রোহিঙ্গাদের একটি নৌকা উদ্ধার করা হয়েছিল। সেই নৌকায় ক্ষুধা-তৃষ্ণায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল। নৌকাটিতে ১০০ জনের মতো রোহিঙ্গা ছিলেন।









































































































































