ডিসেম্বরের শেষেও দেখা নেই শীতের।পারদ পতনের দেখা নেই, উল্টে রেকর্ড হারে বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি।


আরও পড়ুন:Weather Forecast: ভরা পৌষেও বৃষ্টি,উধাও শীতের আমেজ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সোমবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে মঙ্গলবার।

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরেই বাংলায় শীতের পারদ ঊর্ধ্বমুখী। গত ৪ দিনে এক ধাক্কায় ৬ ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। শুক্রবার ১৪.৬ ডিগ্রি থেকে মঙ্গলবার পারদ ছুঁয়েছে ২০.৭ ডিগ্রি।

কিন্তু পৌষের শুরুতেও কেন এই আবহাওয়ার বদল? আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। যার ফলে সমুদ্রের বায়ু রাজ্যের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এ ছাড়া, উত্তুরে হাওয়ার শক্তিও কমে গিয়েছে।
তবে মঙ্গলবার বিকেলের পর উচ্চচাপ বলয়ের অবস্থান বদলাবে। তাতেই রাজ্যের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টা পর থেকে ক্রমে তাপমাত্রা কমতে শুরু করবে ।






































































































































