গোয়ায় বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে ধর্ষ*ণের শিকার তরুণী

0
2

বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন গোয়ায় দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। ফের এক ঘটনা। বেড়াতে এসেছিলেন বন্ধুদের সঙ্গে। আর সেখানেই বিপত্তি। গোয়ায় ধর্ষণের শিকার হতে হল তরুণীকে! অভিযুক্ত পেশায় একজন টেম্পো চালক। তাকে গ্রেফতার করেছে পুলিশ।


আরও পড়ুন:কেন্দ্রীয় বাহিনীটা সরিয়ে নিন তারপর বুঝবো কত ধানে কত চাল, বিজেপিকে তোপ কুণালের
পুলিশ সূত্রে খবর, ১০-১৫ জনের একটি দলের সঙ্গে গোয়া আসেন ওই তরুণী। সাইট সিন দর্শনীয় ঘুরে দেখার জন্য একটি টেম্পো ভাড়া করেছিলেন তাঁরা। সেই টেম্পোর চালকই ওই তরুণীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। মহিলা থানা ও পানাজি পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। খুব দ্রুত গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।


তবে এই প্রথম নয়। গোয়ায় একের পর ধর্ষণ, গণধর্ষণেরঘটনা ঘটছে। এর আগে, চলতি বছরের জুন মাসে গোয়ায় ধর্ষণের শিকার এক ব্রিটিশ মহিলা। স্বামীর সঙ্গে ভারতে ঘুরতে এসেছিলেন তিনি। অভিযোগ, উত্তর গোয়ার আরাম্বোল সুইট ওয়াটার বিচে ওই বিদেশি পর্যটককে ধর্ষণ করা হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। একের পর এক ধর্ষনের ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।