বুধবারই দার্জিলিং পুরসভায় অনাস্থা ভোট, বিজ্ঞপ্তি মহকুমা শাসকের দফতরের

0
2

হাইকোর্টের সার্কিট বেঞ্চের(High Court circuit bench) তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল অনাস্থা ভোটের স্থগিতাদেশ জারি হবে না। হাইকোর্টের এই নির্দেশের পর সন্ধ্যেয় দার্জিলিং মহকুমা শাসকের দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো আগামী বুধবার অনাস্থা ভোট হবে দার্জিলিং পুরসভায়(Darjeeling municipality)। স্বাভাবিকভাবে এই ঘটনায় কোণঠাসা দার্জিলিংয়ের হামরো পার্টির পুর চেয়ারম্যান। রাজনৈতিক মহলে অনুমান অনাস্থা ভোটের হয়তো সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হবে হামরো পার্টি।

গত ২৪ নভেম্বর পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে অনীত থাপার প্রজাতান্ত্রিক মোর্চার ৬ জন কাউন্সিলর বৈঠকে বসতে নোটিস দেন। কিন্তু সেই বৈঠক ডাকা হয়নি। এর পর ১৩ ডিসেম্বর ভাইস চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। তাতেও কাজ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে আগামী বুধবার অনাস্থা নিয়ে প্রাথমিক বৈঠক করতে চেয়ে কয়েক জন কাউন্সিলর আলোচনায় বসেন। তার পরেই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আটকাতে হাই কোর্টের সার্কিট বেঞ্চে যায় হামরো পার্টি। সেই আবেদনের ভিত্তিতে সোমবার বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, হামরো পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারবেন কাউন্সিলররা।

উল্লেখ্য, বিপুল জয় পেয়ে পাহাড় রাজনীতিতে হামরো পার্টির অভ্যুর্থান হলেও, গত মাস থেকে হামরো দলে লাগে ভাঙনের আগুন। নভেম্বরে হামরো পার্টির ৫ কাউন্সিলর অনীতের প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। তার পর থেকেই ক্ষমতার হাতবদলের জল্পনা শুরু হয়ে যায় পাহাড়ের রাজনীতিতে। এরই মাঝে আদালতের নির্দেশে রীতিমতো অস্বস্তিতে অজয় এডওয়ার্ডের দল হামরো।