সিরিজ জয় ভারতের, দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারাল রাহুলরা

0
2

বাংলাদেশকে হোয়াইটওয়াশ ভারতীয় দলের। রবিবার বড়দিনে ভারতীয় সমর্থকদের বড় উপহার দিলেন কে এল রাহুল, বিরাট কোহলিরা। মীরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারাল ৩ উইকেটে। এই জয়ের ফলে দুই ম‍্যাচের টেস্ট সিরিজের ২-০ জিতল টিম ইন্ডিয়া। ভারতকে জয়ের রাস্তায় এদিন নিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন, শ্রেয়স আইয়র।

ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৪৫ রান। কিন্তু ম‍্যাচের তৃতীয় দিনে মেহেদি হাসান মিরাজ ও শাকিব আল হাসানের স্পিনের জালে ফেঁসে গিয়েছিল ভারতীয় ব্যাটিং অর্ডার। ভারতের ব্যাটিং অর্ডারের কেউই দুই অঙ্কের রানে পৌছতে পারেননি। চতুর্থ দিনের সকালে ভারতের হয়ে ক্রিজে ছিলেন অক্ষর প‍্যাটেল এবং জয়দেব উনাদকাট। তবে শুরুতেই এই দুই ব্যাটারকে আউট করেন শাকিব ও মেহেদি। অক্ষর করেন ৩৪ রান। উনাদকাট করেন ১৩ রান। এরপরই ফর্মে থাকা ঋষভ পন্থকে আউট করে ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন মেহেদি। ঋষভ করেন ৯ রান। কিন্তু তারপর অষ্টম উইকেটে হাল ধরেন শ্রেয়স আইয়ার এবং অশ্বিন। শ্রেয়স অপরাজিত ২৯ রানে। রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ৪২ রানে। যার ফলে দ্বিতীয় টেস্ট ম‍্যাচে জয় ছিনিয়ে নেয় রাহুলরা।