ইট দিয়ে স্ত্রীয়ের (Wife)মাথা থেঁতলে খু*ন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী (Husband) । বুধবার (Wednesday) সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন (Metropolitan) পুলিশের আশিঘর (Ashighar Police ) ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে ঘটেছে এই ঘটনা। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে (Siliguri)। মৃ*ত মহিলার নাম অনিতা দাস (Anita Das),বয়স বছর ৩৫ । ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামী অজিত দাসকে (Ajit Das)।

স্থানীয় সূত্রে খবর, সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন অনিতা। সেই সময় পিছনে ছুটতে ছুটতে আসেন অজিত। আশিঘর মোড় পেরোতেই ইট দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন অজিত। লুটিয়ে পড়েন মহিলা। প্রকাশ্য রাস্তায় ভয়াবহ দৃশ্য দেখে হতচকিত হয়ে যান পথচলতি মানুষেরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃ*ত বলে ঘোষণা করেন।
অন্যদিকে স্ত্রীকে মারার পর ইটের টুকরো হাতে আশিঘর পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন অজিত। ঘটনায় তদন্ত শুরু করেছে আশিঘর পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত তাঁর স্ত্রীর কাছে চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজপত্র চেয়েছিলেন, এই নিয়েই বচসা বাঁধে স্বামী-স্ত্রীর মধ্যে। বচসা চলাকালীন স্ত্রীর মাথায় আঘাত করেন তিনি।







































































































































