শিক্ষামন্ত্রী আসার আগে উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর। তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে আন্দোলনরত এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে। ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ নামে মঞ্চ গড়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক অধ্যাপক ও পড়ুয়াদের একাংশ। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। এদিকে বিক্ষোভকারীদের আটকাতে নিরাপত্তারক্ষীরা প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে দেন। আন্দোলনকারীরা গেটের একাংশ ভেঙেও ফেলেন বলে অভিযোগ। এমনকি বিশ্ববিদ্যালয়ের মহিলা নিরাপত্তারক্ষীদের হেনস্তার অভিযোগও ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার আগে সকালে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ কমিটির সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের জমি যাতে কোনওভাবেই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া না হয়, তার দাবিতে বিক্ষোভ শুরু হয়। সেই সময় নিরাপত্তা আধিকারীক আন্দোলনকারীদের সেখানে মাইক বাজাতে বাধা দেন। এরপরই এ নিয়ে দু’পক্ষের বচসা বেধে যায়। তখনই তৃণমূল ছাত্র পরিষদ নেতা আন্দোলনরত এক ছাত্রকে মারধর শুরু করেন বলে অভিযোগ। এরই প্রতিবাদ জানানো হয় ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ কমিটির তরফে। এদিকে, এর পালটা প্রতিবাদ করা হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফেও। পরিস্থিতি সামাস দিতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশবাহিনী।










































































































































