বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় ভারতের, প্রথম টেস্ট ম‍্যাচে শাকিবদের হারাল ১৮৮ রানে

0
2

বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় পেল ভারতীয় দল। চট্টগ্রামে প্রথম টেস্ট ম‍্যাচে ১৮৮ রানে জয় পেল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ৪ উইকেট অক্ষর প‍্যাটেলের। তিন উইকেট কুলদীপ যাদবের। এই জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল কে এল রাহুলরা। ম‍্যাচের সেরা হলেন কুলদীপ যাদব।

জয়ের জন্য ৫১৩ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তার জবাবে পঞ্চম দিনের প্রথম সেশনেই বাংলাদেশ অল-আউট হয়ে যায় ৩২৪ রানে। ১৮৮ রানের বড় ব্যবধানে প্রথম টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া। ভারত-বাংলাদেশ ম্যাচের শেষ দিনে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২৪১ রান। হাতে ছিল ৪ উইকেট। চতুর্থ দিনের শেষে অপরাজিত ছিলেন শাকিব আল হাসান এবং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তাঁরা কিছুটা লড়াই করবেন বলে আশা করা হয়েছিল। শাকিব ৮৪ রান করলেও মেহেদি আউট হলেন ১৩ রানে।এরপর আর কেউ বাংলাদেশের হয়ে কোন ব‍্যাটার মাঠেই দাঁড়াতেই পারলেন না। যার ফলে ৩২৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।