Nadia : অভিষেকের সভা ঘিরে রানাঘাটে বাড়ছে উন্মাদনা

0
2

১৭ ডিসেম্বর ২০২২, শনিবার নদিয়ার রানাঘাটে (Ranaghat,Nadia) সভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ শুক্রবার থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। পাশাপাশি রানাঘাটের (Ranaghat) মানুষও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কী বার্তা দেন তা শোনার জন্য মুখিয়ে আছেন।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তার আগে জেলায় জেলায় দলের কর্মীদের প্রস্তুতি নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন অভিষেক। তিনি বলেছেন মানুষের সার্টিফিকেটের ভিত্তিতেই ভোটের টিকিট মিলবে । তাই কাজ করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে সবাইকে। এবার নদিয়ার জনসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এই জনসভার আয়োজন করেছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে এবং তাঁর কথা শুনতে প্রস্তুত রানাঘাটবাসী। আগামিকাল, শনিবার দুপুর দুটোয় রানাঘাট টাউনের মিলন মন্দির ময়দানে হবে এই জনসভা। ইতিমধ্যেই সেজে উঠেছে রানাঘাটের মিলন মন্দির ময়দান। সভার প্রস্তুতিতে যেন কোনও খামতি না থাকে তা খতিয়ে দেখছেন কর্মীরা।