শুভেন্দুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, হাই কোর্টেই মামলার নির্দেশ শীর্ষ আদালতের

0
2

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) দেওয়া কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু সেই মামলা আবার হাই কোর্টেই আবেদনের নির্দেশ দিল শীর্ষ আদালত।

আসানসোলে শুভেন্দুর সভা থেকে কম্বল বিতরণের সময় তিনজনের মৃত্যুর ঘটনায় তীব্র আক্রমণ করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করতে চায় রাজ্য সরকার। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না। সে কারণেই বৃহস্পতিবার হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। তবে, সুপ্রিম কোর্টে গৃহীত হল না সেই মামলা। রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু মামলা গৃহীত হয়নি।

 

বিচারপতি জানান, শুভেন্দুর রক্ষাকবচ নিয়ে কোনও সংশোধন চাইলে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাক রাজ্য। সুপ্রিম কোর্ট থেকে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন প্রত্যাহার করেছে রাজ্য।

এদিনে শুভেন্দুর রক্ষাকবচকে কটাক্ষ করে টুইট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি লেখেন, “শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ-সহ কোনও অভিযোগের তদন্ত করা যাবে না। তাঁর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। তাঁর বাড়ির কাছে কোনও সমাবেশ করা, লাউড স্পিকার বাজানো যাবে না। মানুষ বছরের পর বছর বিচারের জন্য অপেক্ষা করলেও এটাই বিচার বিভাগের অবস্থা। কলকাতা হাইকোর্ট।“