সাতসকালেই দুর্ঘটনা। বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়। ঘটনায় কোনওমতে প্রাণে বাঁচেন ৩ জন।


আরও পড়ুন:এক সপ্তাহে ৩ বার, ফের চিংড়িঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে ৭
পুলিশ সূত্রের খবর, গাড়িটি নিউটাউন আলিয়া ইউনিভার্সিটির দিক থেকে তিন কন্যার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কদমপুকুর মোড়ে ডিভাইডারে ধাক্কা মেরে অন্য লেনে গিয়ে ফের একবার ধাক্কা মারে।গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে গাড়িটির সবকটি এয়ারব্যাগ খুলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান গাড়িতে থাকা ড্রাইভার- সহ ৩ আরোহী।

দুর্ঘটনার সময় গাড়িটিকে ৩ আরোহী ছিল। তাঁদের প্রত্যেকের বয়সই কুড়ির আশেপাশে। যদিও এয়্যারব্যাগ খুলে যাওয়ায় সকলেই অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ।






































































































































