দোষীদের শাস্তির দাবিতে অনড় লালনের পরিবার, রামপুরহাট থেকে সরল CBI-এর অস্থায়ী ক্যাম্প

0
4

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাকালীন লালন শেখের (Lalan Sheikh) মৃ*ত্যুকে কেন্দ্র করে বাড়ছে অস্থিরতা। ময়নাতদন্তের পর লালনের মৃতদেহ নিয়ে রামপুরহাটে সিবিআই এর (CBI) অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখায় তাঁর পরিবার এবং গ্রামবাসীরা। পাশাপাশি সেখানে ধর্না দিতে শুরু করেন লালনের পরিবার বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআইয়ের (CBI) অস্থায়ী ক্যাম্প অফিসের বাইরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।

অভিযুক্ত সিবিআই আধিকারিকদের গ্রেফতার করার দাবি তুলে সিবিআই-এর ক্যাম্প অফিসের বাইরে লালনের মৃতদেহ নিয়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন লালনের স্ত্রী রেশমা বিবি (Reshma Bibi) । লালন শেখের পরিবার এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ বলে জানা যাচ্ছে। এরপরই রামপুরহাটের সিবিআই ক্যাম্প অফিস থেকে বগটুই হত্যাকাণ্ডের তদন্তসহ অন্যান্য যাবতীয় নথি নিয়ে কলকাতার সিজিও কমপ্লেক্সে (CGO Complex) চলে আসেন সিবিআই এর আধিকারিকরা।