ঘুষ (Bribe) নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন ভিজিল্যান্স অফিসারদের (Vigilance Officers) কাছে। এরপর চাকরি যাওয়ার ভয়ে ঘুষের টাকা মুখে পুরে গিলে নেওয়ার চেষ্টা করলেন পুলিশ আধিকারিক। তবে ভিজিল্যান্স অফিসাররা দ্রুত মুখে হাত ঢুকিয়ে তা আটকে দিলেন। ঘটনাটি হরিয়ানার (Haryana) ফরিদাবাদের (Faridabad)। ঘটনার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় (Social media)। সাব-ইন্সপেক্টর (Sub inspector) পদের ওই পুলিশ আধিকারিকের এমন ঘটনায় তাজ্জব নেটিজেনরা (Netizen)।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম মহেন্দ্র উলা (Mahendra Ula)। তিনি হরিয়ানা পুলিশ বিভাগের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত। অভিযোগ, একটি মোষ চুরির মামলায় মামলাকারীর থেকে ঘুষ নিচ্ছিলেন তিনি। মোষ মালিককে মহেন্দ্র বলেছিলেন, ১০ হাজার টাকা উপরি দিলে তবেই মামলার তদন্ত শুরু হবে। মোষ মালিক ভিজিল্যান্স অফিসারদের জানিয়েছেন, প্রথম দফায় তিনি ওই পুলিশ আধিকারিককে ৬০০০ টাকা দেন। দ্বিতীয় দফায় বাকি টাকা তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই মত বদল করেন। সরাসরি অভিযোগ জানান ভিজিল্যান্স অফিসে। এরপরেই অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে ধরতে ফাঁদ পাতে হরিয়ানা প্রশাসন। ঘুষের বাকি টাকা দেওয়ার টোপ দিয়ে তাঁকে ডেকে আনেন মোষ মালিক। উপস্থিত ছিলেন ভিজিল্যান্স অফিসার। এরপর ঘুষ নেওয়ার সময়ই হাতেনাতে ধরা হয় মহেন্দ্র উলাকে।
Inspector in Faridabad Haryana took Rs 10,000 as a bribe! Caught red-handed by Vigilance team.
Sub-inspector also tried to swallow the money in front of the vigilance team and also manhandled them. pic.twitter.com/KoWanFElgf
— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeer_) December 13, 2022
হকচকিয়ে যান সাব-ইন্সপেক্টর। এরপরই চাকরি হারানোর ভয়ে হাতে থাকা চার হাজার টাকা গিলে নেওয়ার চেষ্টা করেন তিনি। যদিও তা আটকে দেন অফিসাররা। এরপর দুই ভিজিল্যান্স অফিসার মুখে আঙুল ঢুকিয়ে বের করে নেন গিলে নেওয়া টাকা।