ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড গড়লেন মেসি

0
12

মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়েছে ৩-০ গোলে। ম‍্যাচে গোল করেছেন লিওনেল মেসি। এই ম‍্যাচে নামতেই এবং গোল করতেই একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন লিও। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার পাশাপাশি দেশের জার্সিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়লেন লিও।

এখানেই শেষ নয়, বিশ্বকাপে সব মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন মেসি। এতদিন এটা ছিল জার্মানির লোথার ম্যাথাউসের। এদিন তাঁকে ছুঁয়ে ফেললেন মেসি। ফাইনালেই খেলতে নেমে ম্যাথাউসকে টপকে নতুন নজির গড়বেন তিনি। এছাড়া অধিনায়ক হিসাবে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়লেন মেসি। এছাড়া অ্যাসিস্ট দেওয়ার ক্ষেত্রে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি পেলেকে। দু’জনেরই নকআউটে ছ’টি করে অ্যাসিস্ট রয়েছে। বিশ্বকাপে গোলের নিরিখে পেলের ১২ গোলে থেকে এক গোল পিছনে মেসি।

এদিকে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গেই নজির গড়েন মসি। বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে ১১ গোল করলেন লিও। টপকে গেলেন গ‍্যাব্রিয়েল বাতিস্তুকে। শীর্ষে মেসি। দ্বিতীয় স্থানে ১০ গোল নিয়ে বাতিস্ততা। তৃতীয়তে ৮ গোল নিয়ে কিংবদন্তি মারাদোনা। মেসি এদিন গোল করায় চলতি বিশ্বকাপে নিজের পঞ্চম গোলও করে ফেললেন তিনি।