সেন্টার অফ প্রটেকশন অফ ডেমোক্রেসি এন্ড রেশনালিসম ইন্ডিয়া CPDR গত ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করল। হাজরা মোড়ে সুজাতা সদনে দেশের সর্ব বৃহৎতম মানবাধিকার সংগঠন হিউমান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি সমরেশ মজুমদার, চেয়ারম্যান আইপিএস- আর.কে. হান্ডা, সর্ব ভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ (কমেডিয়ান চলচ্চিত্র শিল্পী) , ওয়েস্ট বেঙ্গল মানবাধিকার কমিশন এডিশনাল এস.পি শান্তি দাস, এডভাইসোরি বডির প্রেসিডেন্ট পাপিয়া অধিকারী, এডভাইসোরি বডি্য কো.প্রেসিডেন্ট এক্স সি.এ.বি কর্মকর্তা বিশ্বরূপ দে, পরিচালক বীরেশ চ্যাটার্জি,
অরূপ ভঞ্জ, প্রযোজক অঞ্জন সিনহা, আইনজ্ঞ রাজদীপ ব্যানার্জী, তমাল মুখার্জি, এ.পি. পি বারুইপুর কোর্ট আদাম সফি খান,এ.পি.পি তমলুক কোর্ট দেবরূপ মৃধা,নাট্টকার সুদীপ ঘোষাল, সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য,আবৃত্তিকার স্নেহাঙ্কিতা রায়,সুচেতনা শায়েরি, লোপামুদ্রা কুন্ডু, সঙ্গীত -রানা মুখার্জি, অনুপ মন্ডল সহ বিশিষ্টরা ।
সংগঠনের সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, এই সংগঠন ভারতবর্ষের মধ্যে ১ নম্বর জায়গাতে। আজ ১০০০ টা শাখা সাড়া পশ্চিম বঙ্গে ও সাড়া ভারতবর্ষ জুড়ে। লক্ষ লক্ষ সদস্যরা সাড়া পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছেন।
ভারতবর্ষে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে এই সংগঠন। অনুষ্ঠানের মাঝে আবৃত্তি, নাচ, গান সকলের মনে দাগ কেটে যায়।









































































































































