বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে বড় জয় বিরাটদের

0
3

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নিয়মরক্ষার ম‍্যাচে বড় জয় পেল ভারত। এদিন বাংলাদেশকে হারাল ২২৭ রানে। সৌজন্যে ঈশান কিষান এবং বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান করে ভারত। ঈশান কিশন করেন ২১০ রান। কোহলি করেন ১১৩ রান। জবাবে ভারতীয় বোলাররা বাংলাদেশের ইনিংস শেষ করে দেন মাত্র ১৮২ রানে। রানের বিচারে এটি এক দিনের ক্রিকেটে ভারতীয় তৃতীয় বড় জয়। আর এই জয়ের ফলে সিরিজের ফলাফল ২-১।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান করে ভারত। ঈশান কিশন করেন ২১০ রান। বিরাট কোহলি করেন ১১৩ রান। শিখর ধাওয়ান করেন ৩ রান। কে এল রাহুল করেন ৮ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাস্কিন আহমেদ, এবাদাত হুসেন, শাকিব আল হাসান। একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং মেহদি হাসান।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৮২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন শাকিব আল হাসান। ২৫ রান কলেন ইয়াসির আলি। ভারতের হয়ে তিন উইকেট নেন শার্দুল ঠাকুর। দুটি করে উইকেট নেন অক্সর প‍্যাটেল এবং উমরান মালিক। একটি করে উইকেট নেন কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর।