অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল আদালত

0
3

গরু পাচার মামলায় ফের দুসপ্তাহের জন্য জেল হেফাজতেই (Jail Custody)যেতে হল অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর, শুক্রবার আসানসোল হাই কোর্টে (Asansol High Court)জামিনের আর্জি করায় এদিন আসানসোল আদালতে জামিনের প্রসঙ্গই তোলেন নি অনুব্রতর আইনজীবী। আগামী ২২ ডিসেম্বর ফের আদালতে তোলা হবে অনুব্রতকে (Anubrata Mondal)।

সময়সীমা শেষ হয়ে যাওয়ায় শুক্রবার দুপুরে আসানসোল আদালতে (Asansol High Court) পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। সেই সময় আদালতের ভিতরে অনেকে ছিলেন। বিচারক কক্ষে প্রবেশ করে প্রথমেই অনেককে বাইরে যাওয়ার নির্দেশ দেন। এদিন অনুব্রতর আইনজীবী ভোলেব্যোম রাইস মিলের যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে তা খুলে দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি অনুব্রতর যে দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি ফেরানোর আর্জিও করা হয়। অ্যাকাউন্ট নিয়ে বিচারক কিছু না বললেও ফোনের বিষয়টি নিয়ে তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলেন। তারপর বিচারক জানান, ফোন ফেরত দেওয়া সম্ভব নয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে এবার দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে জামিনের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। ১৬ ডিসেম্বর সেই মামলার শুনানি। সেই কারণে এদিন আসানসোল আদালতে জামিন নিয়ে কোনও কথাই তোলেন নি অনুব্রতর আইনজীবী। শুনানি শেষে অনুব্রতকে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।