বিয়েবাড়িতে গ্যাস সিলিন্ডার বি*স্ফোরণে ঝলসে গেলেন ৪জন, জখম ৬০ অতিথি

0
2

রাজস্থানে বিয়েবাড়ির অনুষ্ঠানের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা। রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার আচমকা ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। জখম অনুষ্ঠানে যোগ দিতে আসা অন্তত ৬০ জন নিমন্ত্রিত অতিথি। যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কা জনক। ফলের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল রাজস্থানের যোধপুর জেলার ভাঙ্গুর গ্রাম।জানা গিয়েছে, গতকাল রাতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। খাওয়া দাওয়ার পাশাপাশি চলছিল রান্নাও। তখনই আচমকা একটি গ্যাস সিলিন্ডারে তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের দাপটে উড়ে যায় অনুষ্ঠান বাড়ির একাংশ। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যুর মুখে ঢলে পড়ে ৪ জন। জখমদের মধ্যে অনেকে আঘাতই অত্যন্ত গুরুতর।

জখমদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল ও পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আজ, সন্ধ্যায় আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যাবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত।