জামিন পাওয়ার পর হেনস্থা, ওয়ারেন্ট ছাড়াই ফের গ্রেফতার সাকেত গোখলে

0
4

জামিন (Bail) পাওয়ার পর ফের গ্রেফতার করা হল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale) । কোনও রকমের ওয়ারেন্ট ছাড়াই তাঁকে হেনস্থা করে ফের গ্রেফতার (Arrest) করা হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek o Brayen)একটি টুইট করেন।

৪৮ ঘন্টার ব্যবধানে ফের গ্রেফতার করা হল তৃণমূলের (AITC) সর্বভারতীয় মুখপাত্রকে। আহমেদবাদে সাইবার থানা (Cyber Police Station) থেকে বেরোনোর পথে তাঁকে গ্রেফতার করা হয়। কোনও নোটিশ কোনও ওয়ারেন্ট ছিল না, তা সত্ত্বেও কেন গ্রেফতার প্রশ্ন তুলেছেন ডেরেক ও ব্রায়েন (Derek o Brayen) । গ্রেফতার হওয়ার মুহূর্তে সাকেত বলেন মোদি সরকারের উদ্দেশ্য প্রণোদিত এই গ্রেফতারি। কার্যত প্রতিহিংসার রাজনীতি করছে নমো সরকার এই ঘটনা থেকে তা একেবারেই তা স্পষ্ট মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ঠিক কোন কারণের জন্য তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রকে ফের গ্রেফতার করা হল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। একাধিক ফলস কেসে সাকেতকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার সংসদরা গুজরাট যাচ্ছেন বলে খবর।

এর আগে মৌরবীতে ব্রিজ ভেঙে পড়েছিল। তা নিয়েই টুইট করেছিলেন সাকেত। সেখানে লেখা হয়েছিল প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে ৩০ কোটি খরচ হয়েছে। এনিয়ে সংবাদপত্রের কাটিং ও আরটিআইয়ের জবাব উল্লেখ করা হয়েছিল। গ্রেফতার হওয়ার পরে তৃণমূলের মুখপাত্র গোখলে জানিয়েছেন, ওরেভা কোম্পানির মালিক যাকে মৌরবি ব্রিজের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে গ্রেফতার করা হয়নি। কিন্তু আসল তথ্য তুলে ধরে প্রতিবাদ করায় গ্রেফতার করা হয় সাকেত গোখলেকে। এটা প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছিলেন তিনি। ফের একবার প্রতিহিংসার রাজনীতি করেই সাকিবকে গ্রেফতার করা হল বলে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।