সিআইটিইউ কলকাতার পক্ষ থেকে বৃহস্পতিবার কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি হয়।অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচিতে অংশ নেন বিমান বসু, দেবাঞ্জন চক্রবর্তী, পৃথা তা, দেবাশিস রায়, অনাদি সাউ প্রমুখ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, অসংগঠিত শ্রেণীর শ্রমিকদের, নির্মাণকর্মীদের স্থায়ীকরণ করতে উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার।কলকাতা পুরসভায় অনেক শূন্যপদ আছে। সেখানে স্থায়ী নিয়োগ করতে হবে।
অনাদি সাউ বলেন, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে সরকারকে।পৃথা তা বলেন, প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা বেতন দিতে হবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এবং মাসে চারটি করে ছুটি তাদের পাওনা। আর তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে। ঘোষিত যে নূন্যতম মজুরি তা থেকেও বঞ্চিত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা।এদিন বামেদের তরফ থেকে পুরসভায় স্মারকলিপিও জমা দেওয়া হয়।










































































































































