নতুন বছরের শুরুতেই এরো ইন্ডিয়ার ১৪ তম সংস্করণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি একথাই ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কর্ণাটকের ইয়েলাহানকার বায়ুসেনা ঘাঁটিতে এই এয়ার শো অনুষ্ঠিত হবে।

বুধবারই কলিন্স এরোস্পেস গ্লোবাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টারের উদ্বোধন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই বাসবরাজ বোম্মাই জানান, ফেব্রুয়ারিতে এরো ইন্ডিয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজধানী মহাকাশ সেক্টরের জন্য এটি একটি আদর্শ জায়গা। কারণ এখানে ডিআরডিও, এনএএল ও হ্যালের মতো প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি বেঙ্গালুরুতে আন্তর্জাতিক মানের এরোস্পেস, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, পুনর্নবীকরণ শক্তি ও সেমি কন্ডাক্টর বিভিন্ন গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত প্রতিষ্ঠান রয়েছে।
পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, যেহেতু এটি একটি আন্তর্জাতিক স্তরের ইভেন্ট হবে তাই এয়ার শো-তে অবশ্যই মহাকাশ গবেষণা কেন্দ্র, বিমানে ভ্রমণের সুযোগ এবং বেঙ্গালুরুতে এয়ারক্র্যাফট ইন্ডাস্ট্রির সম্ভাবনা তুলে ধরতে হবে।












































































































































