আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন এডেন হ্যাজার্ড

0
2

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন বেলজিয়ামের ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বেলজিয়াম। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার ।

ইনস্টাগ্রামে পোস্ট করে হ্যাজার্ড নিজেই জানিয়েছেন অবসরের কথা। তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। ২০০৮ সাল থেকে আপনাদের অসামান্য সমর্থনের জন্য ধন্যবাদ। আমি মনি করি, বেলজিয়ামের নতুন প্রজন্ম প্রস্তুত। সবাইকে মিস করব।’
২০০৮ সালে বেলজিয়ামের হয়ে অভিষেক হয় হ্যাজার্ডের। দেশের হয়ে খেলেছেন ১২৬টি ম্যাচ। ১৪ বছরের কেরিয়ারে গোল করেছেন ৩৩টি।
বেলজিয়ামের ‘সোনালি প্রজন্মের’ অন্যতম সদস্য হয়ে ২০১৮ বিশ্বকাপে শেষ চারে খেলেছিল তারা। কিন্তু কাতার বিশ্বকাপে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি হ্যাজার্ড-ডি ব্রুইনরা।