আজ ৬ ডিসেম্বর। বাবরি ধ্বংসের ৩০ বছর পূর্তি। ১৯৯২ সালের এইদিনে বিজেপি-আরএসএসের তাণ্ডব চালিয়েছিল এক কলঙ্কিত ইতিহাস রচনা করেছিল। সাম্প্রদায়িক বিভেদের বাতাবরণ তৈরি হয়েছিল গোটা দেশজুড়ে। যা এখনও বহন করে চলতে হচ্ছে দেশবাসীকে।
প্রতি বছরের মতো এবারও কলকাতায় বিজেপির বিরুদ্ধে বামেদের সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল বের হয়েছিল। সমস্ত বাম শরিক দল এই মিছিলে অংশ নেয়। পার্কসার্কাস সেভেন পয়েন্ট থেকে রাজাবাজার পর্যন্ত এই বিশাল মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, নরেন চট্টোপাধ্যায়, অভিনেতা দেবদূত ঘোষ সহ আরও অনেকে।

বামফ্রন্টের প্রথম সারির নেতা নেতাদের সঙ্গেই মিছিলে পা মেলান অগণিত সাধারণ মানুষ। সাম্প্রদায়িকতা ইস্যুতে বিজেপিকে নিশানা করার পাশাপাশি আওয়াজ তোলা হয় কেন্দ্রের জনবিরোধী নীতি নিয়ে। পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়েও আওয়াজ ওঠে এই মিছিল থেকে।
আরও পড়ুন- নোট বন্দি: RBI সিদ্ধান্ত বাতিল করলে কেন্দ্র কি মেনে নিত? মোদি সরকারকে প্রশ্ন সুপ্রিম কোর্টের






































































































































