ফুটবলারদের সঙ্গে নাচ করে সেলিব্রেশনে তিতে, ভাইরাল ভিডিও, নিজের নাচ নিয়ে কী বললেন ব্রাজিল কোচ?

0
2

সোমবার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পায় ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারায় তিতের দল। এই ম‍্যাচে প্রতিটা গোলের পর নাচের মাধ্যমে সেলিব্রেশনে মাতেন ফুটবলাররা। এমনকি ফুটবলারদের সঙ্গে নাচ করে সেলিব্রেশন করতে দেখা যায় ব্রাজিল কোচ তিতেকেও। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই নাচ নিয়েই তিতে বলেন, রিচার্লিসন এসেছিল আর আমি বলেছিলাম, এ কেমন নাচ?

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিতে বলেন,” ওরা খুবই তরুণ এবং নাচতে আর মজা করতে ভালোবাসে। রিচার্লিসন এসেছিল আর আমি বলেছিলাম এ কেমন নাচ? আমি বললা, যদি তোমরা নাচ করো, তাহলে আমি করব। অনেকে রয়েছে যারা এটিকে অপমানজনক বলবে। আমি জানি সব জায়গায় ক্যামেরা থাকে এবং চাইনি কোনও ভুল তথ্য সামনে আসুক।”

 

View this post on Instagram

 

A post shared by Harry (@harry.lifeandhope)

এদিকে চোট সারিয়ে দলে ফিরেছেন নেইমার। ম‍্যাচ ফিরেই গোল পান তিনি। এদিকে দলে ফিরেছেন ড‍্যানিলোও। এই নিয়ে তিতে বলেন,” খুবই খুশি যেভাবে ড্যানিলো ও নেইমার চোট সারিয়ে ফিরেছেন। তবে অ্যালেক্স সান্দ্রো ও গ্যাব্রিয়েল জেসুসকে আমরা মিস করেছি। আমরা অনেক সময় এই চোটের বিষয়ে না বুঝলেও ফিজিওথেরাপিস্টরা অনেক ভালো বোঝেন। নেইমার খুব ভালো খেলেছে, ও অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। ও ফিরে আসায় আমরা অনেকটাই শক্তি পেয়েছি।”