নিজের স্ত্রীয়ের সঙ্গে কথা বলছিলেন এক যুবক। খেয়াল করেন নি সামনেই অপেক্ষা করছে সাক্ষাৎ মৃ*ত্যু। ভিডিও কলে ব্যস্ত কমল সিংহ (Kamal Singh) আরাবল্লির (Aravalli)পাহাড় ঘেরা জঙ্গলে ঘুরতে ঘুরতে বুঝতে পারেননি যে তিনি পাহাড়ের ঢালের কিনারায় এসে দাঁড়িয়ে পড়েছেন। মন পড়ে ভিডিও কলে, তাই অবশ্যম্ভবী দুর্ঘটনা আর আটকান গেল না। আরাবল্লির (Aravalli)পাহাড়ের ঢাল থেকে প্রায় ২০০ ফুট নীচে পড়ে মৃ*ত্যু হল যুবকের।

পরিবার সূত্রে জানা যায় মৃ*ত কমল সিংহ পেশায় ফ্যাব্রিক ডিজ়াইনার ছিলেন। ফরিদাবাদেরই (Faridabad) এক কাপড়ের কোম্পানিতে কাজ করতেন তিনি। হরমিন্দর এবং রবি নামে দুই বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন আরাবল্লির জঙ্গলে । কথা বলতে বলতে একেবারে খাদের ধারে চলে গেছিলেন কমল। তিনি যেখানে বেড়াতে গেছিলেন সেখানকার নৈসর্গিক সৌন্দর্য ভিডিও কলের মাধ্যমে দেখাচ্ছিলেন তাঁর সহধর্মিণীকে। অসতর্ক হওয়া মাত্রই প্রায় ২০০ ফুট গভীরে পড়ে যান তিনি। এই ঘটনার প্রসঙ্গে পুলিশ জানায়, সেখান দিয়ে হাঁটতে হাঁটতে সম্ভবত পড়ে যান। বন্ধু খাদে পড়ে যাওয়ার পর পুলিশের কাছে ছোটেন হরমিন্দর এবং রবি। কিন্তু অন্ধকারে দেহ উদ্ধার করতে গিয়ে সমস্যায় পড়ে পুলিশ। ঘণ্টা ছয়েক পর কমলকে দেখতে পায় পুলিশ। তবে ততক্ষণে সব শেষ।পুলিশ জানিয়েছে, ক্রেন এবং দড়ি দিয়ে কমলের দেহ উদ্ধার করা হয়েছে। তাদের সন্দেহ, তিন জনই মদ্যপান করে পাহাড়ে বেড়াতে বেরিয়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্টেও অ্যালকোহল মিলেছে।








































































































































