সোমবারের পর মঙ্গলবার ভোরেও বাগজোলা খালপাড়ের একটি বাজারে বিধ্বংসী আগুন! আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত কমপক্ষে ২০টি দোকান। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। ইতিমধ্যেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা গেছে।

আরও পড়ুন:নিউটাউনের বলাকা আবাসনে অগ্নিকাণ্ড! দমকলের ৫ ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৪টে নাগাদ খালপাড়ে একটি দোকানের উনুন থেকে আগুন লাগার ঘটনা ঘটে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা একের পর এক দোকানকে গ্রাস করে।কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন ছড়িয়ে পড়তেই খবর দেওয়া হয় দমকলে। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকে বেশ বেগ পেতে হয়। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

এদিকে পরপর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় জোর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিন ভোরবেলা একটি দোকানে থাকা পরপর ৪টি সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ছড়িয়ে গিয়ে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। বিকট শব্দে সিলিন্ডারগুলি ফাটায় এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায় তৃণমূলের দলীয় অফিসও।






































































































































