বিশ্বকাপের গরম আবহওয়ার মধ্যে আবারও চর্চায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে সম্পর্ক বিচ্ছেদ করেছেন সিআর সেভেন। আর এবার বড় প্রশ্ন কোন ক্লাবে যোগ দেবেন তিনি। আর এরই মধ্যে সরগরম একটি খবর।

জনপ্রিয় স্প্যানিশ পত্রিকা খবর অনুযায়ী, সৌদি আরবের ক্লাব আল নাসের ক্লাবে খেলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চুক্তি অনুযায়ী সাইনিং ফি হবে ১০০ মিলিয়ন ইউরো। এছাড়া বিজ্ঞাপন ও ইনসেনটিভ দিয়ে রোনাল্ডোর বার্ষিক বেতন হবে ২০০ মিলিয়ন ইউরো। তবে এই নিয়ে রোনাল্ডো বা তার এজেন্টের তরফ থেকে সরকারি কোনো বিবৃতি সামনে আসেনি।
রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের পর আগামী ১ জানুয়ারি আল নাসেরে সই করতে পারেন রোনাল্ডো। যদিও এর মধ্যেই পর্তুগিজ অধিনায়কের ঘনিষ্ঠ সূত্রের দাবি, সৌদি আরবের ক্লাবের প্রস্তাব নিয়ে ভাবছেন না রোনাল্ডো।
গত বেশ কয়েকদিন আগে একটি চাঞ্চল্যকর সাক্ষাৎকারের পরেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আর তারপরই জল্পনা বেড়েছিল রোনাল্ডোর এশিয়ার কোন ক্লাবে সই করার। যার মতে প্রথমেই নাম ছিল সৌদি আরবের এই ক্লাবের।
আরও পড়ুন:মন্থর বোলিং, জরিমানা করা হল ভারতীয় দলকে












































































































































