চারদিনের সফরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী সাফ জানান, জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন তিনি। তবে জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কোনও বৈঠক হবে না। একই সঙ্গে মমতা জানিয়েছেন, দিল্লিতে তাঁর সফর চলাকালীনই রাজস্থানের দুই তীর্থক্ষেত্র অজমেঢ় এবং পুষ্কর ঘুরে আসবেন তিনি।

আরও পড়ুন:Gujrat: ভোট দিতে গিয়ে মোদির রোড শোর বিরুদ্ধে সরব মমতা, কমিশনে আপ-কংগ্রেস

এদিন জলপাইগুড়ি থেকে বিপুল পরিমাণ উদ্ধার হওয়া টাকা নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,মুখ্যমন্ত্রী বলেন, “হাওয়ালার টাকা। বিজেপি রাজ্যে আনছিল। মানি, গুনস অ্যান্ড গানস ফর বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় টাকা পাচার করা হচ্ছিল।”

এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি মঙ্গলবার আজমের শরিফ এবং পুষ্করে যাব। আমার মনে আছে, যখন আমি রেলমন্ত্রী ছিলাম, তখন এই দু’টি প্রজেক্ট পাশ করিয়েছিলাম। আমার দিকে আঙুল তোলা হয়েছিল। বলা হয়েছিল এটা সাম্প্রদায়িক পদক্ষেপ। কিন্তু, হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের জন্যই এই প্রজেক্ট ছিল। স্বপ্নের প্রজেক্ট ছিল আমার। মঙ্গলবার আমার কোনও কর্মসূচি নেই। আমি তো রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার জন্য সেভাবে কোথাও যেতে পারি না। তাই এবার সুযোগ পেয়েছি, ঘুরে আসব।”






































































































































