মন ভালো নেই? চলে আসুন জিয়াভারলি টি ক্যাফেতে

0
2

মন ভালো নেই! চিন্তা করবেন না। আপনার খারাপ মন নিমেষে ভালো করতে পারে জিয়াভারলি টি ক্যাফে। আপনার নাগালের মধ্যে এখন ডাফ স্ট্রিটে। এমন টি ক্যাফে যা ভারি সুন্দর, সুসজ্জিত। এখানে পাবেন নানান রকমের চা আর আনুষঙ্গিক খাবার। এখানে এলে ক্লান্তি থেকে দুশ্চিন্তা, দূর হয়ে যাবে নিমেষে।

ক্যামোমাইল টি-র কথা নিশ্চয়ই বহুবার শুনেছেন। কিন্তু তার স্বাদ কখনও ‌পেয়েছেন‌ কী ? ক্যামোমাইল চায়ের আছে হাজারও উপকারিতা। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর আপনার শরীর ও মনকে দুশ্চিন্তার হাত থেকে বাঁচাতে এটি বিশেষ কার্যকরী। এই চায়ের সুগন্ধও মন ভালো করে দেয়। এমনকী, এই চা পেটের সমস্যা দূরে রাখতেও সাহায্য করে থাকে।  এর স্বাদও পেতে পারেন জিয়াভারলি টি ক্যাফেতে।

খুব ক্লান্ত-পরিশ্রান্ত বোধ করছেন ? হাতে তুলে নিন গ্রিন টি। এই চায়ে রয়েছে বেশ ভালো মাত্রায় ক্যাফেইন যা শরীরে এনার্জি যোগায়। পাশাপাশি, এটি আপনার শরীর ও মনকে নতুন ভাবে চিন্তা করতে শক্তি যোগায়।
মন ভালো করতে তুলসি চায়েরও জুরি মেলা ভার। এই অবসাদ ও দুশ্চিন্তায় যারা ভুগছেন, তাঁদের জন্যও উপকারি।
এ সবের স্বাদ পেতে একবার ঢু মারুন জিয়াভারলি টি ক্যাফেতে।