কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi) নেতৃত্বে দেশজুড়ে ব্যাপক সাফল্য পেয়েছে কংগ্রেসের ভারত জোড়ো(Bharat Jodo) কর্মসূচি। তবে এটাই শেষ নয়, জনসংযোগের লক্ষ্য নিয়ে এবার আর বড় কর্মসূচির পরিকল্পনা করল হাত শিবির। রবিবার কংগ্রেসের স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘ভারত জোড়ো’ (Bharat Jodo) যাত্রার পর দলের ধারাবাহিকতা বজায় রাখতে দেশজুড়ে ‘হাত সে হাত জোড়ো’ কর্মসূচি গ্রহণ করা হবে। ভারত জোড়ো যাত্রা শেষের পর জানুয়ারি মাসেই শুরু হবে নয়া এই কর্মসূচি।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচি ভারত জোড়োর মত কেন্দ্রীয় স্তরে নয়, ‘হাত সে হাত জোড়ো’ যাত্রা হবে একেবারে ব্লকস্তরে। দলের ব্লকস্তরের কর্মীরা ছোট ছোট মিছিল করবেন। প্রতিটি ব্লকে পাঠানো হবে রাহুল গান্ধীর সই করা চিঠি। এবং বিজেপির মোদি (Narendra Modi) সরকারের বিরুদ্ধে চার্জশিট। সরকারের ব্যর্থতাকে একেবারে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়াটাই মূল লক্ষ্য কংগ্রেসের (Congress)। আসলে ২০২৪-এর লোকসভা নির্বাচনকে টার্গেট করে দলের ঝিমিয়ে পড়া সংগঠনকে চাঙ্গা করতেই একের পর এক কর্মসূচি নিচ্ছে হাত শিবির।
এর পাশাপাশি স্টিয়ারিং কমিটির বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। আগামী ফেব্রুয়ারিতে দলের তিন দিনের প্লেনারি সেশনের আয়োজন হবে ছত্তিশগড়ের রায়পুরে। বিধিমতো এই প্লেনারি সেশনেই বেছে নেওয়া হবে কংগ্রেসের কার্যকরী কমিটি বা কংগ্রেস ওয়ার্কিং কমিটির। গোটা দেশের এআইসিসি (AICC) সদস্যরা ওই প্লেনারি সেশনে হাজির থাকবে। সেখানে থেকেই ঠিক হয়ে যাবে আগামী দিনে দল কোন পথে চলবে।