কাঁথিতে শনিবার শান্তিকুঞ্জের থেকে ঢিল ছোড়া দূরত্বে জনসভা করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই প্রথম কোনও বড় জনসভায় বক্তব্য রাখলেন ডায়মন্ডহারবারের সাংসদ (MP Diamond Harbour)। নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে (East Midnapore) বাড়তি নজর তৃণমূলের। তবে এদিনের জনসভায় অভিষেককে ঘিরে দলীয় কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
শান্তিকুঞ্জ-এর অদূরে প্রভাতকুমার কলেজের মাঠের সভামঞ্চে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি এদিন আর কারা উপস্থিত ছিলেন?
এক নজরে দেখে নিন সেই তালিকা!
তরুণ মাইতি (সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা)
সৌমেন মহাপাত্র (সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা)
ফিরোজা বিবি (বিধায়ক)
বিপ্লব রায়চৌধুরী (মৎসমন্ত্রী)
অখিল গিরি (কারা প্রতিমন্ত্রী)
উত্তম বারিক (জেলা সভাধিপতি)
সুপ্রকাশ গিরি (জেলা যুব সভাপতি)
জ্যোতির্ময় কর (এইচডিএ চেয়ারম্যান)
কুণাল ঘোষ (রাজ্য সাধারণ সম্পাদক)
তরুণ জানা (কাঁথি সাংগঠনিক জেলা, সাধারণ সম্পাদক)
সোহম চক্রবর্তী (বিধায়ক, চণ্ডীপুর)
শান্তনু সেন (রাজ্যসভার সাংসদ)