বিয়ের রিসেপশন পার্টিতেই স্ত্রীকে ‘আদর’, থানায় গিয়ে নালিশ নববধূর! ⁩

0
2

বিয়ের রিসেপশন পার্টিতে (Wedding Reception party) প্রায় ৩০০ জনেরও বেশি নিমন্ত্রিতরা এসেছেন। আর সেখানেই কিনা এমন কাণ্ড ঘটালেন স্বামী (Husband)। সবার সামনে বিব্রত হয়ে পড়লেন নববধূ (Wife) , ধাতস্থ হয়েই সটান হাজির হলেন থানায়। কিন্তু কী এমন করেছিল তাঁর স্বামী যার জন্য একেবারে পুলিশের কাছে গিয়ে বিয়ে ভাঙ্গার উপক্রম তৈরি হল নববধূর ? আসলে স্বামীর অপরাধ হল সবার সামনে স্ত্রীকে চুম্বন (Kiss) করা। উত্তরপ্রদেশের (UP) সম্ভল জেলার এই ঘটনায় হতবাক পুলিশও (Police)।

সূত্র মারফত জানা যায় ২৬ নভেম্বর উত্তরপ্রদেশ সামুহিক বিবাহ যোজনা-র অনুষ্ঠানে বিয়ে হয় নব দম্পতির। এরপর প্রথা মেনে মাঝে একদিন বাদ দিয়ে ২৮ নভেম্বর বরের বাড়িতে বসেছিল রিসেপশনের আসর। সেখানেই নিমন্ত্রিত ছিলেন প্রায় ৩০০ জন অতিথি। আচমকাই সবার সামনে কনেকে জড়িয়ে ধরে চুমু খান বর। আর এতেই বেজায় চটে যান ওই নববধূ। হাজার চেষ্টা করেও পরিবারের লোকেরা তাঁকে বোঝাতে সক্ষম হননি। নববধূ জানান প্রকাশ্যে যে মানুষ এমন কাণ্ড করতে পারে তাঁর সঙ্গে এক ছাদের তলায় সংসার করা কার্যত অসম্ভব। এরপরই স্বামীর বিরুদ্ধে নালিশ জানাতে থানায় যান তিনি। এমনকি এই কাজের জন্য তাঁর স্বামীর শাস্তিও দাবি করেন ওই স্ত্রী।