পঞ্চায়েত ভোটের আগে ফের অ*স্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য

0
2

সামনে পঞ্চায়েত ভোট (panchayet election) কিন্তু তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অ*স্ত্র উদ্ধারের ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন (Administration)। বিভিন্ন জেলা থেকে অ*স্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে তবে শিরোনামে থেকেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)। ফের সেই দক্ষিণ ২৪ পরগনা থেকেই আ*গ্নেয়াস্ত্র উদ্ধার। ভাঙড়ের নাটাপুকুরে অভিযান চালিয়ে উদ্ধার অ*স্ত্র, বোমা, ১৫ কেজি বারুদ। উদ্ধার পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্দুক, একটি কার্তুজ। তল্লাশি অভিযানে গ্রেফতার ২। বো*মা বানানোর সময়েই হাতেনাতে এদের ধরা হয়েছে, দাবি কাশীপুর থানার(Cossipore police station)। রাতের পর সকালেও বো*মা কারখানা থেকে একাধিক বো*মা তৈরির সরঞ্জাম এবং মশলা উদ্ধার করল পুলিশ। মনে করা হচ্ছে যে পরিমাণ সামগ্রী সেখানে মজুদ ছিল তার থেকে অন্তত ৫০০ টি অত্যাধুনিক বো*মা তৈরি করা যেত।  একটি ফেসবুক পোস্ট দেখে পুলিশের সন্দেহ বাড়ে, তারপর তল্লাশি অভিযান চালিয়ে ভাঙড়ে মিলল অ*স্ত্র কারখানার হদিশ। ধৃত ২ জনকে বারুইপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিশ।

অন্যদিকে পানিহাটি-উত্তরপাড়ার মাঝখানে গঙ্গা থেকে দিনে-দুপুরে বালি চুরির অভিযোগ উঠল। মাঝ নদীতে নৌকা দাঁড় করিয়ে তোলা হচ্ছে বালি। সেই বালি নিয়ে যাওয়া হচ্ছে কামারহাটিতে। ৯ নম্বর ওয়ার্ডের বটতলা ঘাটে বালি নামানোর কাজ চলছে বলে অভিযোগ। প্রশাসনিক তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।