চোটের পাশাপাশি জ্বরে আক্রান্ত নেইমার, জানালেন ভিনিসিয়াস জুনিয়র

0
2

একম‍্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের শেষ ষোলোর রাস্তা পাকা করছে ব্রাজিল। চোটের কারণে গ্রুপ পর্বের ম‍্যাচে খেলতে পারছেন না নেইমার। জানা যাচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে মাঠে নামবেন তিনি। তবে এরই মধ‍্যে আবারও চিন্তার ভাঁজ ব্রাজিল শিবিরে। পায়ের চোট সারানোর মাঝে আরও অসুস্থ হয়ে পড়েছেন নেইমার। জ্বর হয়েছে তাঁর। এদিন নেইমারের জ্বরের কথা জানান ভিনিসিয়াস জুনিয়র।

নেইমারের জ্বর নিয়ে ভিনিসিয়াস জুনিয়র বলেন,” নেইমারের জ্বর হয়েছে। ও হোটেলের ঘরেই আছে। আমরা প্রার্থনা করছি যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে।”

জানা গিয়েছে, জ্বরের পাশাপাশি মাথা যন্ত্রণাও রয়েছে নেইমারের। চিকিৎসককে সে কথা জানিয়েছেন তিনি। নেইমার কবে সুস্থ হতে পারবেন সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বলতে পারেননি চিকিৎসকেরা।

আরও পড়ুন:‘আমার মনে হয় রোনাল্ডোর মাথা ছুঁয়েছিল বলটা’, উরুগুয়ের বিরুদ্ধে গোল নিয়ে বললেন ব্রুনো ফার্নান্ডেজ