ফের বিশ্বকাপে অঘটন। মরক্কোর কাছে হেরে গেল বেলজিয়াম। এদিন মরক্কোর কাছে ২-০ গোলে হেরে গেল কেভিন দি’ব্রুইন, এডেন হ্যাজার্ডরা। এই হারের ফলে শেষ ষোলোয় যাওয়ার রাস্তায় কঠিন হল বেলজিয়ামের সামনে। মরক্কোর হয়ে গোল গুলি করেন সাবিরি এবং আবৌখলাল । দুটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে।
ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের প্রথমার্ধের শেষ লগ্নে গোল করে মরক্কো। কিন্তু তা পরে ভিএরআর পদ্ধতির মাধ্যমে বাতিল করে দেওয়া হয়। যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মরক্কো। যার ফলে ম্যাচের ৭৩ মিনিটে গোল করে মরক্কোকে ১-০ গোলে এগিয়ে দেন সাবিরি। এরপর ম্যাচের ইনজুরি টাইমে মরক্কোর হয়ে ২-০ গোল করেন আবৌখলাল।













































































































































