বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার ঘটনা বারবারই সংবাদের শিরোনামে উঠে আসে। কিন্তু এবার এই সংক্রান্ত এক মামলায় নতুন নতুন কেরল হাইকোর্টের। পরকীয়া (Extra marital affair) সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক (physical relation)কখনই ধ*র্ষণের নামান্তর হতে পারে না। তাই যৌ*ন সম্পর্ক হলে তাকে ধ*র্ষণ দিয়ে কোনও অভিযোগ করা যাবে না স্পষ্ট জানাল কেরল হাইকোর্ট (Kerala High court)।
২০১৮ সালের একটি মামলার রায় ঘোষনায় এই পর্যবেক্ষণ হাইকোর্টের। কেরলের কোল্লাম (Kollam) জেলার এক ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধ*র্ষণের অভিযোগ করেছিলেন এক বিবাহিত মহিলা।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেশে এবং বিদেশেও বেশ কয়েকবার তাঁর সঙ্গে যৌ*ন সম্পর্ক করেছিলেন। ওই ব্যক্তির সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয় তখন ওই মহিলা বিবাহিত ছিলেন বটে কিন্তু স্বামীর সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। পাশাপাশি বিবাহ বিচ্ছেদেরও আবেদন করেছিলেন তিনি। মহিলার দাবি, অভিযুক্ত ব্যক্তি তাঁকে বারবার বিয়ের প্রতিশ্রুতি দেওয়াতেই তিনি যৌ*ন সম্পর্কে সম্মতি জানিয়েছিলেন। ২৪ নভেম্বর বৃহস্পতিবার মামলাটি হাইকোর্টে উঠলে তা খারিজ করে দেয় আদালত। বিচারপতি কওসর এদাপ্পাগথের (Kausar Edappagath) সিঙ্গেল বেঞ্চ জানায়,আবেদনকারীর বিশদ বিবৃতি থেকে বোঝা যাচ্ছে, যৌ*ন সম্পর্কে দুই পক্ষেরই সম্মতি ছিল। যখন কোনও বিবাহিত মহিলা স্বেচ্ছায় কোনও পুরুষের সঙ্গে যৌ*ন সম্পর্ক স্থাপন করেন, তখন তিনি এটা জেনেই এগোন যে, ওই ব্যক্তির সঙ্গে আইনত বিয়ে করা তাঁর পক্ষে সম্ভব নয়। এরপর তিনি বলতে পারেন না যে তাদের যৌ*ন সম্পর্ক বৈধ বিবাহের আইনি বিশ্বাসের ভিত্তিতে ছিল । অতএব মামলাটি কোনভাবেই ধোপে টেকে না। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার অধীনে ধ*র্ষণের অভিযোগ আনা যায় না বলে জানিয়েছে হাইকোর্ট।








































































































































