নেইমারের চোট, পরের ম‍্যাচে নেইমারের খেলা নিয়ে কী বললেন তিতে?

0
4

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে ব্রাজিল। প্রথম ম‍্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন রিচার্লিসন। বৃহস্পতিবার রাতে চেনা ছন্দে দেখা যায় সাম্বার দলকে। এই জয় স্বস্তি দিচ্ছে ব্রাজিল সমর্থকদের। আনন্দের মাঝেও কিন্তু একটা চিন্তা রয়েছে সবুজ-হলুদ সমর্থকদের। পরের ম‍্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে কি ম‍্যাচে নামতে পারবেন নেইমার জুনিয়র? কারণ ম‍্যাচে ৮০ মিনিটের মাথায় চোট পান তিনি। ম‍্যাচের পর একটি ছবিতে দেখা যায় গোড়ালি ফুলেছে নেইমারের। আর এতেই চিন্তার ভাঁজ ব্রাজিল সমর্থকদের মনে। যদিও পরের ম‍্যাচে নেইমারের খেলা নিয়ে আশাবাদী সেলেকাওদের কোচ তিতে। বললেন, নেমারের পরের ম্যাচে খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।

ম‍্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিতে বলেন,” নেইমারের পরের ম্যাচে খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমি বুঝতে পারিনি যে নেইমারের চোট লেগেছে। ওর ক্ষমতা আছে এই চোট সারিয়ে ফেরার। আমি আশাবাদী পরের ম‍্যাচে নামবেন ও।”

এদিকে নেইমারের চোট নিয়ে ব্রাজিল দলের চিকিৎসক বলেন,”ডান গোড়ালিতে চোট রয়েছে নেইমারের। সার্বিয়ার ফুটবলারের হাঁটুতে লেগে চোট পেয়েছে ও। বেঞ্চেই চিকিৎসা করা হয়েছে। ফিজিওর সঙ্গে রয়েছে ও। ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে নেইমারের চোট কতটা সেটা বোঝার জন্য। এমআরআই করা হয়নি। শুক্রবার আরও একবার দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন:ইকুয়েডরকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা পাকা করতে মরিয়া ডাচরা