বিশ্বকাপের (FIFA World Cup 2022) বিশ্বযুদ্ধ মরুদেশে। মঙ্গলবার আর্জেন্টিনা সৌদি আরবের কাছে পরাজিত হওয়ায় মন খারাপ ফুটবল প্রেমীদের (Football lovers)। অনেকেই বলছেন এই বিশ্বকাপ অঘটনের। এই আবহেই বুধবারের প্রথম ম্যাচ শেষ হল গোলশূন্য ভাবে। বুধবারের সন্ধ্যায় কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) জাপানের (JAPAN) বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে জার্মানি (GERMANY)। বিশ্বকাপের মঞ্চে প্রথম মুখোমুখি হতে চলেছে জার্মানি-জাপান (Germany v/s Japan)।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শেষ খেতাব জিতেছিল জার্মানি। যদিও রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল তারা। এ বারও দলে বেশ কিছু চোট আঘাত সমস্যায় পড়েছে জার্মানি। গত ৬৪ বছরের নিরিখে কনিষ্ঠতম হিসেবে জার্মানির হয়ে বিশ্বকাপ খেলতে চলেছেন মুসিয়ালা। তাঁকে প্রথম একাদশেই রেখেছেন জার্মানি কোচ হ্যান্সি ফ্লিক। মুসিয়ালার বয়স ১৯ বছর ২৭০ দিন। ১৯৫৮ সালে কার্ল-হেইঞ্জ শেলিঙ্গার ১৯ বছর ৭২ দিন বয়সে বিশ্বকাপ খেলেছিলেন। জার্মানির হয়ে মুসিয়ালার নজির বটে। অন্যদিকে জাপানের গতি কি সমস্যায় ফেলবে জার্মান তারকাদের? নজর থাকছে সেই দিকেও। জার্মানি-জাপান ফুটবলারদের নিয়ে গ্যালারিতে উন্মাদনা চোখে পড়ার মতো । জাপানের বিরুদ্ধে জার্মানদের প্রথম একাদশে থাকছেন ম্যানুয়েল ন্যুয়ের, অ্যান্টোনিও রুডিগার, ডেভিড রম, জোশুয়া কিমিচ, কাই হাভার্ৎজ, সার্জ ন্যাব্রি, থমাস মুলার, জামাল মুসিয়ালা, নিক্লাস সুলে, ইকে গুন্ডোগান, নিকো শ্লটেরব্যাক। জাপানের প্রথম একাদশে থাকছেন শুইচি গোন্ডা, কৌ ইতাকুরা, য়ুতো নাগাতোমো, ওয়াতারু এন্ডো, তাকেফুসা কুবো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, আয়ো তানাকা, হিরোকি সাকাই, মায়া য়োশিদা, দাইজেন মায়েদা।







































































































































