মঙ্গলের পর বুধেও আরও নামল তাপমাত্রার পারদ। কুয়াশায় আচ্ছন্ন ভোরের আকাশ। উত্তুরে বাতাস জানান দিচ্ছে কড়া নাড়ছে শীত। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টার পর থেকে তাপমাত্রা আরও কমতে পারে । বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি কম। এই মরশুমের আজ শীতলতম দিন।

আরও পড়ুন:সামান্য কমল তাপমাত্রা!জাঁকিয়ে শীত কবে,অপেক্ষায় শীতপ্রেমীরা
বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা সরে যেতেই আকাশ পরিষ্কারহয়েছে। কলকাতায় আগামীকাল থেকে তাপমাত্রার পারদ আরও কমবে। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তেই জাঁকিয়ে শীতের আমেজ অনুভব করবেন রাজ্যবাসী।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সর্বত্রই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার ইঙ্গিত মিলেছে। যদিও শীত থিতু হতে এখনও বেশ কিছুটা দেরি আছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে ইতিমধ্যেই আলমারি থেকে শীতপোষাক আর কম্বল যে বেরিয়ে পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।






































































































































