সকালেই পৌঁছেছেন কলকাতায় নবনিযুক্ত রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস। বিমানবন্দরে রাজ্যপালকে স্বাগত জানান রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও ডাঃ শশী পাঁজা। বিমানবন্দরেই তাঁকে দেওয়া হয় গার্ড অব অনার। এরপরেই রাজভবন। পরে যান কালীঘাট মন্দিরে। আজ বুধবার তিনি শপথ নেবেন। তার আগে কালীঘাটে গিয়ে ভক্তিভরে পুজো দেন নবনিযুক্ত রাজ্যপাল। কলকাতায় আসার আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেই সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য পালন করব। তখনই তিনি বলেছিলেন, কলকাতা আমার দীর্ঘদিনের চেনা শহর। এখানে কাজও করেছি। তাই কালীঘাট মন্দিরে গিয়ে প্রথমেই দেব পুজো। শপথ নেওয়ার আগেই নবনিযুক্ত রাজ্যপাল তাই করলেন। ভক্তিভরে দিলেন পুজো।
আরও পড়ুন- বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৬ বার হারের মুখ দেখতে হয়েছে আর্জেন্টিনাকে! বাদ যাননি মারাদোনাও





 
 
 
 
 































































































































