হার দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল আর্জেন্তিনা। মঙ্গলবার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল লিওনেল মেসির দল। নীল-সাদা দলের হয়ে একমাত্র গোলটি করেন লিও। সৌদি আরবের হয়ে গোল দুটি করেন আলশেহরি এবং আল-দাউসারি।
কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নেমেছেন লিও। একথা আগেই জানিয়েছেন তিনি। তাই শুরু থেকেই সেরা মূহুর্ত আর্জেন্তাইন সমর্থকদের দিতে চেয়েছেন লিও। কিন্তু শুরুতেই ছন্দপতন। এক গোলে এগিয়ে গিয়েও বিশ্বকাপের প্রথম ম্যাচে ২-১ গোলে হারল মেসির আর্জেন্তিনা। ম্যাচের প্রথমার্ধে হ্রাস নিজেদের হাতে রাখলেও, দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরল সৌদি আরব। ম্যাচের শুরুতেই একের পর এক আক্রমণ চালায় আর্জেন্তিনা। খেলার একেবারে শুরুতেই দ্বিতীয় মিনিটে প্রথম গোলের সুযোগ পান মেসি। তবে অল্পের জন্য সেই সুযোগ মিস হয়। এরপরই ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি পায় স্কালোনির দল। সেই সুযোগ কাজে লাগাতে একেবারেই ব্যর্থ হননি লিও। পেনাল্টি থেকে গোল করেন মেসির। ম্যাচের ১০ মিনিটে ১-০ এগিয়ে যায় আর্জেন্তিনা। ২২ মিনিটের মাথায় প্রায় মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে দুরন্ত গোল করেন মেসি। কিন্তু সহকারী রেফারি অফসাইডের ফ্ল্যাগ তোলেন। বাতিল হয়ে যায় সেই গোল। এর কয়েক মিনিটের ব্যবধানে ফের গোল করেন আর্জেন্তিনার মার্টিনেজ। কিন্তু ভিএআর পদ্ধতিতে অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। ম্যাচের প্রথমার্ধে বহুবার অফসাইডের ফাঁদে পড়েন আর্জেন্তাইন ফুটবলাররা। যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-০।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুরন্ত শুরু করে সৌদি আরব। একের পর এক আক্রমণ চালায় তারা। যার ফলে ম্যাচে ৪৮ মিনিটের মাথায় সমতায় ফেরে সৌদি আরব। সৌদি আরবের হয়ে সমতা ফেরান আলশেহরি। এর ঠিক কয়েক মিনিটের ব্যবধানে আবার গোল সৌদি আরবের। সৌদি আরবের হয়ে দ্বিতীয় গোলটি করেন আল-দাউসারি। এরপর আক্রমনের ঝাঁঝ বাড়ায় আর্জেন্তিনা। কিন্ত সৌদি আরবের ডিফেন্স এবং গোলরক্ষককে টপকে যেতে ব্যর্থ হন মেসি, মার্টিনেজরা।

২৭ তারিখ বিশ্বকাপের পরবর্তী ম্যাচে নামবে আর্জেন্তিনা। প্রতিপক্ষ মেক্সিকো।
আরও পড়ুন:বৃষ্টির জন্য টাই ভারত-নিউজল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ, সিরিজ জয় ভারতের












































































































































