বিজয় হাজারে ট্রফিতে ফের জয় বাংলার। শনিবার রেলওয়েজকে ৫৭ রানে হারাল অভিমূন্য ইশ্বরনের দল। বাংলার হয়ে অর্ধশতরান অভিমূন্য ইশ্বরন, অভিষেক পোরেলের। বল হাতে দাপট মনোজ তিওয়াড়ির। নিলেন তিন উইকেট।
শনিবার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় রেলওয়েজ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৮ রান করে বাংলা। বঙ্গ ব্রিগেডের হয়ে অর্ধশতরান অভিমূন্য ইশ্বরন, অভিষেক পোরেলের। ৫০ রান করেন অভিমূন্য। অভিষেক করেন ৫৪ রান। ২২ রান করেন সুদীপ ঘরামি। ৩৭ রানে অপরাজিত ঋত্বিক চট্টোপাধ্যায়।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় রেলওয়েজের ইনিংস। বঙ্গ ব্রিগেডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি শিভম চৌধুরী, বিবেক সিংরা। রেলওয়েজের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন উপেন্দ্র যাদব। বাংলার হয়ে তিন উইকেট মনোজ তিওয়াড়ির। দুটি করে উইকেট শাহবাজ আহমেদ এবং গীত পুরির। একটি করে উইকেটে মুকেশ কুমার, আকাশ ঘটক এবং ঋত্বিক চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন:স্টেডিয়ামে বিয়ার বন্ধ করার কথা জারি করে কাতার সরকার, বিশেষ মন্তব্য ফিফা সভাপতির













































































































































