ফের চলন্ত গাড়িতে গণধ*র্ষণ। এবার কেরলের কোচিতে।১৯ বছরের এক মডেলকে গণধর্ষণের অভিযোগ উঠল কেরলের কোচিতে। এই ঘটনায় তিন যুবক ও এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।বর্তমানে ওই তরুণী হাসপাতালে ভর্তি।গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে,কোচিতে একটি পানশালায় গিয়েছিলেন ওই তরুণী। তিনি আকন্ঠ মদ্য পান করেন। রাতে পানশালা থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন ওই তরুণী। সেই সময় অভিযুক্তরা তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলে। অভিযোগ, গাড়িতে ওঠার পরই ওই তরুণীকে হেনস্থা শুরু করে যুবকরা। তার পর তাঁকে গণধ*র্ষণ করা হয় বলে অভিযোগ।
গভীর রাতে বাড়ির কাছে তরুণীকে ফেলে পালায় অভিযুক্তরা। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাঁর রুমমেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর দেহে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালের তরফ থেকেই এই ঘটনা পুলিশকে জানানো হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭০ ও ৩৭৬ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। অপরাধীদের ধরতে চিরুনী তল্লাশি চালায় পুলিশ। তিন যুবক ও এক মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        








































































































































