রুশ-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ফের বাড়ছে উত্তেজনা। সেই আবহে এবার পোল্যান্ডে এসে পড়ল রাশিয়ান মিসাইল। জানা গিয়েছে, পোল্যান্ডের পূর্ব সীমান্তের একটি গ্রামে এসে পড়ে রাশিয়ায় তৈরি দুটি মিসাইল। আচমকা মিসাইল হানায় দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর । এই ঘটনার জেরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, পোল্যান্ড হল ন্যাটোর সক্রিয় সদস্য। চুক্তি অনুযায়ী, ন্যাটোর কোনও দেশের ওপর যদি শত্রু কোনও দেশ আক্রমণ করে, সেক্ষেত্রে ন্যাটোর বাকি সদস্য দেশগুলি সরাসরি আক্রান্ত দেশকে সেনা পাঠিয়ে সাহায্য করবে। ফলে গোটা ঘটনার উপর নজর রাখছে ন্যাটো।
ঠিক সেই জায়গা থেকে সংশ্লিষ্ট মহল মনে করছে, এবার কী তবে সরাসরি সংঘর্ষে জড়াতে পারে রাশিয়া-আমেরিকা! পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে ন্যাটো দেশগুলিও। যে জায়গা থেকে মিসাইলটি এসে পড়েছে তা ইউক্রেন সীমান্ত থেকে ৬ কিলোমিটার দুরে। মিসাইলটি রাশিয়ার তরফেই চালানো হয়েছিল এই বিষয়ে এখনও নিশ্চিত হয়নি। পোল্যান্ড তথা ন্যাটোও নিশ্চিত না হয়ে কিছু বলতে চায় না। জি-২০ সম্মেলনেও এই নিয়ে ন্যাটো দেশগুলি তথা জাপানের সঙ্গে বৈঠক করেছে আমেরিকা। এখনও রাশিয়ার তরফে এই বিষয়ে আধিকারিকভাবে কিছু জানানো হয়নি। পোল্যান্ডে মস্কোর প্রতিনিধিদের থেকে বিষদে এনিয়ে ব্যাক্ষা চেয়েছে পোল্যান্ড।
আরও পড়ুন:আসন্ন শীত! নামছে তাপমাত্রার পারদ













































































































































