ডেকে পাঠিয়েও পর্ষদ সভাপতির হাজিরা প্রত্যাহার করলেন বিচারপতি। ঘটনার সূত্রপাত এসএসসি চাকরিপ্রার্থী প্রিয়াঙ্কা সাউ-এর নিয়োগ করাকে কেন্দ্র করে। তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে চাকরি দিতে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। মঙ্গলবার তাঁর আইনজীবী আদালতে জানান, ওই নির্দেশ এখনও কার্যকর করেনি পর্ষদ। এর পরেই পর্ষদের সভাপতিকে ঠেকে পাঠায় আদালত।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘‘পর্ষদ নিজেদের কি হাই কোর্ট ভাবে। যদি সময়ে চাকরি না দিতে পারে, তা হলে আদালতে এসে জানানো উচিত ছিল।’’ বিচারপতি জিজ্ঞাসা করেন, কেন পর্ষদ নিয়োগপত্র দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন করেনি আদালতে?
মঙ্গলবার শুনানির দ্বিতীয়ার্ধে এসএসসি-র আইনজীবী জানান, ২৮ অক্টোবর সুপারিশপত্রের হার্ড কপি হাতে পায় পর্ষদ। সেই কারণে হয়তো ওই দিন আর নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। পর্ষদের আইনজীবী জানান, এসএসসি যে সুপারিশপত্র পাঠিয়েছিল সেখানে মামলার তথ্য এবং আদালতের নির্দেশের কথা সঠিক ভাবে জানানো হয়নি। এই কারণেই নিয়োগ দেওয়া যায়নি।
এদিকে আদালতের নির্দেশ কার্যকর না করায় শুনানির প্রথমার্ধে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে স্কুল সার্ভিস কমিশন এবং পর্ষদের আইনজীবীর সওয়ালের প্রেক্ষিতে সেই নির্দেশ প্রত্যাহার করে নেন তিনি।












































































































































